ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা লাখ ছাড়ালো

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, মে ২৭, ২০২০
করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা লাখ ছাড়ালো

করোনা ভাইরাস মহামারিতে ইউরোপে সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমে এলেও মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিল চলছেই। শুধু তাই নয়, এককভাবে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই করোনায় মৃত্যু হয়েছে লক্ষাধিক মানুষের। নিঃসন্দেহে করোনায় এখনও পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। 

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুসারে, মার্কিন যুক্তরাষ্টে মৃতের সংখ্যা এক লাখ ৬৪ জন। দেশটিতে সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ১৩ হাজার ৬০৭ জন।

সুস্থ হয়েছেন মোট চার লাখ ৬৮ হাজার ৭৭৮ জন। সুস্থতার তুলনায় মৃত্যুর হার ১৮ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৫৩২ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ০১২৯ ঘণ্টা, মে ২৭, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।