ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ভারতের একাধিক রাজ্যে পঙ্গপাল, ভয়ে কৃষকরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, মে ২৭, ২০২০
ভারতের একাধিক রাজ্যে পঙ্গপাল, ভয়ে কৃষকরা

করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে পশ্চিম ভারতের একাধিক রাজ্যে ঢুকে পড়েছে পঙ্গপালের ঝাঁক। এতে দেশটির পাঁচ রাজ্যের কৃষকরা আশঙ্কায় দিন কাটাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোও খারাপ কিছুর ইঙ্গিতই দিচ্ছে। ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, কীভাবে মাইলের পর মাইল উড়ে আসছে পঙ্গপালের দল।

মেঘের মতো ঢেকে ফেলছে এলাকা। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ ভিডিও শেয়ার করে লিখেছেন এমনটি দেখিনি জীবনে।

একেবারে শহরের মধ্যে মানে জয়পুরের পাকা বাড়ির ছাদে, এলাকার পর এলাকাজুড়ে যেভাবে পঙ্গপালের ঝাঁক উড়ে চলে যাচ্ছে তা দেখলে আতঙ্কিত না হয়ে পারবেন না কেউ। পূর্ব আফ্রিকায় এ দলের কারণেই ফসল নষ্ট হয়েছিল সেখানে খাদ্যসংকটে পড়েছিলেন সাধারণ মানুষ। তেমন পঙ্গপালের দলই এসেছে ভারতে।

স্বাভাবিক কারণে প্রশাসনের কপালে ভাঁজ পড়েছে। তবু লড়াই করার চেষ্টা চলছে।

স্থানীয় প্রশাসনের বরাতে নিউজএইটটিনের প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনের সাহায্যে পঙ্গপালের ঝাঁক মোকাবিলা করা হবে। বিশেষ দল এসেছে পরিস্থিতি নজর রাখতে ও মোকাবিলা করতে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহারাষ্ট্রে ঢুকে পড়েছে এ বিশাল পঙ্গপালের ঝাঁক।

বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, মে ২৭, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।