ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

স্পেনে ২৪ ঘণ্টায় আরও ৬০৫ মৃত্যু, ১৭ দিনে সর্বনিম্ন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
স্পেনে ২৪ ঘণ্টায় আরও ৬০৫ মৃত্যু, ১৭ দিনে সর্বনিম্ন

স্পেনে করোনায় মৃত্যুর হার চূড়ান্ত পর্যায় থেকে গত কিছুদিন হলো ধীরে ধীরে নামতে শুরু করেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসে নতুন করে মৃত্যু হয়েছে ৬০৫ জনের। গত ১৭ দিনের মধ্যে দৈনিক হারে এটিই সর্বনিম্ন মৃত্যু।

শুক্রবার (১০ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  

খবরে বলা হয়, সর্বশেষ ৬০৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে স্পেনে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৪৩।

এদিন নতুন করে করোনায় শনাক্ত হয়েছে ৪ হাজার ৫৭৬ জনের। এর মধ্য দিয়ে দেশটিতে মোট ১ লাখ ৫৭ হাজার ২২ জনের করোনা শনাক্ত হলো।  

গত কিছুদিন ধরে স্পেনে করোনায় নতুন করে মৃত্যু ও আক্রান্তের হার তুলনামূলক কমতে শুরু করেছে। দেশটি প্রায় এক মাস ধরে চলা কঠোর লকডাউনের সুবিধা পাচ্ছে বলে মনে করা হচ্ছে। বর্তমানে সেখানে লকডাউন ২৬ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে।  


কিন্তু, বর্তমান পরিস্থিতিতে এ লকডাউন আরও ২ সপ্তাহ বাড়িয়ে মে মাস পর্যন্ত জারি রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে।  

শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় ভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৬ লাখেরও বেশি। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় এক লাখের মতো। এরই মাঝে তা আরও বেড়েছে। অন্যদিকে আক্রান্তদের মধ্যে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৩ লাখ ৫৬ হাজারের মতো মানুষ সেরে উঠেছেন।  

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০  
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।