ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

করোনা মোকাবিলায় দ. কোরিয়াকে মডেল মানলো দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
করোনা মোকাবিলায় দ. কোরিয়াকে মডেল মানলো দিল্লি

করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় দক্ষিণ কোরিয়ার অনুকরণে দ্রুত এবং গণহারে টেস্ট করার ঘোষণা দিয়েছেন ভারতের রাজধানী নয়া দিল্লির মুখ্যমন্ত্রী আরবিন্দ কেজরিওয়াল।

মঙ্গলবার (৭ এপ্রিল) এখবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।

দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, আমরা যদি পরীক্ষা না করি তাহলে জানতে পারবো না আক্রান্ত আর কে আক্রান্ত নন।

তবে কেজরিওয়াল স্বীকার করেছেন প্রশাসন কিট দিতে দেরি করেছে এবং শেষ পর্যন্ত তারা ৫০ হাজার কিট দিচ্ছে। দিল্লি সরকার আগামী শুক্রবার থেকে এক লাখ মানুষের করোনা পরীক্ষা শুরু করবে। একইসঙ্গে সরকার পুলিশকে সেলফ কোয়ারেন্টিনে থাকা ২৭ হাজার ৭০২ জন ব্যক্তির যোগাযোগের নম্বর দিয়েছে। যেন তাদের কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়।

৩০ হাজার রোগীকে সেবা দিতে দিল্লির ৮ হাজার হাসপাতাল পুরোপুরি প্রস্তুত বলেও জানান কেজরিওয়াল।

ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭৭৮ জন। মৃত্যু ১৩৬ জনের।

দক্ষিণ কোরিয়া সে দেশে করোনা আক্রান্ত রোগী পাওয়ার পরপরই দ্রুত টেস্ট বাড়িয়ে দেয়। প্রচুর সংখ্যক মানুষকে তারা টেস্ট করতে থাকে। এতে তাদের আক্রান্তের হার কমানো সম্ভব হয়েছে বলেই দেশটির বিশেষজ্ঞ ও সরকারের। এবার দিল্লি দেরিতে হলেও হাঁটলো সে পথে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ