ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

স্পেনের উপ-প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৯, মার্চ ২৬, ২০২০
স্পেনের উপ-প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত স্পেনের উপ-প্রধানমন্ত্রী কারমেন ক্যালভো। ছবি: সংগৃহীত

ঢাকা: স্পেনের উপ-প্রধানমন্ত্রী কারমেন ক্যালভো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (২৫ মার্চ) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আরটি এ তথ্য জানায়।

এর আগেও উপ-প্রধানমন্ত্রী কারমেনের করোনা টেস্ট করানো হয়েছিল।

কিন্তু সেবার ফলাফল নেগেটিভ এসেছিল। এরপর সন্দেহ হওয়ায় মঙ্গলবার আবারও তার রক্তের নমুনা পরীক্ষা করা হয়। পরে তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৭৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে স্পেনে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৪৩৪ জনে।  

২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৯৬ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কভিড-১৯। এতে ইতালির পর সবচেয়ে বেশি মানুষ মারা গেছে স্পেনে। এরপর তিনে রয়েছে চীন। এরপর রয়েছে ইরান।

এদিকে বিশ্বজুড়ে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৫২ হাজার মানুষ। মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৪৯৪ জনের। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ১ লাখ ১৩ হাজার।  

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
এমআইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।