ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

৬ ঘণ্টা পর মুক্ত কাবুলের শিখ গুরুদুয়ারা, নিহত বেড়ে ২৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, মার্চ ২৫, ২০২০
৬ ঘণ্টা পর মুক্ত কাবুলের শিখ গুরুদুয়ারা, নিহত বেড়ে ২৫ কাবুলে গুরুদুয়ারায় হামলায় আটকে পড়াদের স্বজনেরা

প্রায় ছয় ঘণ্টা বন্দুক যুদ্ধের পর আফগানিস্তানের কাবুলের শিখ গুরুদুয়ারায় হামলাকারী বন্দুকধারীকে হত্যা করেছে আফগান নিরাপত্তা বাহিনী। বন্দুকধারীর হামলায় গুরুদুয়ারায় ২৫ প্রার্থনাকারী নিহত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানায় আফগান ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কাবুলের পুরনো শহরের শোর বাজারে অবস্থিত এ গুরুদুয়ারায় একাকি এক বন্দুকধারী হামলা করে ২৫ জনকে হত্যা করে।

পরে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে গেলে গুরুদুয়ারায় অবস্থান নেওয়া সব প্রার্থনাকারীকে জিম্মি করে। ছয় ঘণ্টার চেষ্টার পর বন্দুকধারীকে হত্যা করা হয়। এসময় নিরাপত্তা বাহিনী অন্তত ৮০ প্রার্থনাকারীকে উদ্ধার করেছে।

এর আগে স্থানীয় সময় সকাল ৭টা ৪৫মিনিটে হামলা শুরু হওয়ার কথা জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান।

হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক টুইটবার্তায় জানিয়েছিলেন, তালেবান এ হামলার সঙ্গে সম্পৃক্ত নয়।

প্রাথমিকভাবে হামলার দায়িত্ব কেউ স্বীকার না করলেও আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএস হামলার দাবি করে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।