ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

‘জঙ্গিদের অপ্যায়ন’ করায় গ্রেফতার বাবা ও মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
‘জঙ্গিদের অপ্যায়ন’ করায় গ্রেফতার বাবা ও মেয়ে

জম্মু ও কাশ্মীরে পুলওয়ামায় ‘জঙ্গি হামলার’ ঘটনায় এক ব্যক্তি ও তার মেয়েকে গ্রেফতার করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ।

গত বছর ফেব্রুয়ারিতে ওই হামলায় মারা যায় ভারতের ৪০ জওয়ান। আর ওই হামলা প্রতিশোধ পাল্টা প্রতিশোধ নেওয়ার ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছিল।

গ্রেফতারকৃতরা হলেন পীর তারিক ও তার মেয়ে ইনশা। তাদের জম্মু নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।  

এনডিটিভি বলছে, এনআইএর পক্ষ থেকে বলা হয়েছে, সিআরপিএফ কনভয়ে গাড়ি চালিয়ে এসে হামলা চালায়  জইশ-ই-মহম্মদ জঙ্গি আদিল আহমেদ ডর। তার শেষ ভিডিওটি প্রকাশ করেছিল জইশ-ই-মহম্মদ। তারা পাকিস্তান থেকে ভিডিওটি প্রকাশ করে জঙ্গি হামলার পরেই। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় পীর তারিকের বাড়িতেই ভিডিওটি ধারণ করা হয়েছিল।

যেহেতু ‘জঙ্গিদের’ সঙ্গে তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, জঙ্গিদের তারা আপ্যায়ন করেছেন, তাই তদন্তের স্বার্থে তাদের গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।