ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

নিজের ‘রূপের রহস্য’ ফাঁস করলেন মোদী!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৪, জানুয়ারি ২৫, ২০২০
নিজের ‘রূপের রহস্য’ ফাঁস করলেন মোদী!

নিজের ‘রূপের রহস্য’ ফাঁস করে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলে দিলেন কেন তার ত্বক এত উজ্জ্বল আর চকচকে। 

শুক্রবার দিল্লিতে শিশুদের সাহসিকতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি ওই ‘রহস্য’ ফাঁস করেন।  

মোদী বলেন, ‘বহু বছর আগে একজন আমার কাছে জানতে চেয়েছিল, আমার উজ্জ্বল মুখের রহস্য কী? আমি খুব সহজ উত্তর দিয়েছিলাম।

আমি বলেছিলাম, আমি অত্যন্ত পরিশ্রম করি এবং এত ঘামি যে তা দিয়ে নিজের মুখ ম্যাসাজ করতে পারি। এর ফলেই এই ঔজ্জ্বল্য পেয়েছি আমি। ’

তিনি পরামর্শ দেন প্রতিটি শিশুরই বেশি করে ঘামা উচিত, অন্তত দিনে চারবার।

নরেন্দ্র মোদী বলেন, ‘দু'টি পথ রয়েছে। একটি ক্ষেত্রে মানুষ পুরস্কার ও সম্মান পেয়ে অহংকারী হয়ে ওঠে। অন্য ক্ষেত্রে কিছু মানুষ আরও ভাল করার উৎসাহ হিসেবে পুরস্কারকে গ্রহণ করে। ’

মোদী বলেন, ‘পুরস্কারই শেষ কথা নয়। একদিক দিয়ে এগুলোই তোমাদের জীবনের শুরু। '

প্রধানমন্ত্রী ছোটদের কাছ থেকে জানতে চান, তাদের কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, অধিকার না কর্তব্য। জবাবে ছোটরা একসঙ্গে বলে ওঠে, ‘‘কর্তব্য। '

তা শুনে মজা করে প্রধানমন্ত্রী বলেন, ‘তাহলে আজ আমি একটা নতুন আইন পাস করলাম এখানে। '

প্রসঙ্গত, এই পুরস্কারের বিজয়ীরা জম্মু ও কাশ্মীর, অরুণাচলপ্রদেশ, মণিপুর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। তারা সংস্কৃতি, আবিষ্কার, সমাজসেবা, খেলা, সাহসিকতার মতো বিষয়ে দক্ষতা দেখিয়ে এই পুরস্কার জিতেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘‘এই বয়সে তোমরা এমন সব কাজ করেছ দেখে আমি অভিভূত। এর থেকে নিশ্চয়ই অনুপ্রাণিত হয়ে আঘামী দিনে তোমরা ও আরও ভাল কাজ করবে। কঠিন পরিস্থিতিতে লড়াই করার সাহস দেখিয়েছ তোমরা। যখনই আমি এমন সাহসিকতার শুনি, তোমাদের সঙ্গে কথা বলি, আমিও অনুপ্রেরণা ও শক্তি পাই। ''

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।