ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মহাকাশকেন্দ্রে অবতরণে ব্যর্থ ‘আধা-মানব’ রোবট ফেদর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
মহাকাশকেন্দ্রে অবতরণে ব্যর্থ ‘আধা-মানব’ রোবট ফেদর

রাশিয়ার ‘আধা-মানব’ (Humanoid) রোবট 'ফেদর' আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে (আইএসএস) অবতরণে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২৪ আগস্ট) কৃত্রিম বুদ্ধিমত্তার এ রোবটের মহাকাশকেন্দ্রে অবতরণের কথা থাকলেও প্রথমবারের চেষ্টায় এটি ব্যর্থ হয়। রোববার (২৫ আগস্ট) সকালের দিকে এটি আবার অবতরণের চেষ্টা চালাবে।

আন্তর্জাতিক গণমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

রাশিয়াভিত্তিক সংবাদমাধ্যম জানায়, আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে নভোচারীদের সহযোগী হিসেবে কাজ করতে ও নিজের সক্ষমতা পরীক্ষার উদ্দেশ্যে দুই সপ্তাহের এক অভিযানে সুয়োজ মহাকাশযানে চড়ে যাত্রা করেছে ফেদর। শনিবার মস্কো-সময় ভোর সাড়ে পাঁচটার দিকে এটির মহাকাশকেন্দ্রে অবতরণের কথা ছিল। কিন্তু স্বয়ংক্রিয় এ অবতরণ প্রচেষ্টা ব্যর্থ হয়। ফেদরবাহী যানটি বর্তমানে মহাকাশকেন্দ্র থেকে ৯৬ মিটার দূরত্বে অবস্থান করছে।

এর আগে এফ-৮৫০ নামে মহাকাশকেন্দ্রে আরও একটি মানব-রোবট পাঠায় রাশিয়া। কিন্তু ফেদর হলো এ জাতীয় রোবটের মধ্যে প্রথম পূর্ণ আকৃতির রোবট। এটি মানুষের চালচলন অনুকরণে সক্ষম।

এর আগে ২০১১ সালে রোবনাট-২ নামে নাসাও মহাকাশকেন্দ্রে একটি মানব-রোবট পাঠায়। আরেকটি পাঠায় জাপান।

আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ, জাপান ও কানাডার একটি যৌথ প্রকল্প।

আরও পড়ুন>>> মহাকাশকেন্দ্রে প্রথম ‘আধা-মানব’ রোবট পাঠালো রাশিয়া

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।