ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইয়েমেনে হুথিদের হাতে মার্কিন ড্রোন ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
ইয়েমেনে হুথিদের হাতে মার্কিন ড্রোন ভূপাতিত

ইয়েমেনের ধামার প্রদেশে হুথি বাহিনীর হাতে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত হয়েছে।

বুধবার (২১ আগস্ট) হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানার দক্ষিণ-পূর্বাঞ্চলে এই ড্রোন ভূপাতিত করা হয় বলে বাহিনীটির এক মুখপাত্র জানান।

আল-মাসাইরাহ টেলিভিশনের বরাত দিয়ে আন্তর্জআতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।



অন্যদিকে, মার্কিন কর্তৃপক্ষও এ ঘটনা নিশ্চিত করেছে। বুধবার মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বিবৃতিতে জানায়, ইয়েমেনে এমকিউ-৯ নামে নিজেদের একটি ড্রোন ভূপাতিত হয়েছে। এই মুহূর্তে এ ব্যাপারে বিস্তারিত জানানোর মতো তথ্য তাদের হাতে নেই।

এর আগে গত জুনেও ইরানের সহায়তায় ইয়েমেনি হুথি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের আরও একটি ড্রোন ভূপাতিত করে বলে জানায় মার্কিন কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এইচজে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad