ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, বহু আটকা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪৯, আগস্ট ২২, ২০১৮
মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, বহু আটকা আগুনের ঘটনায় ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে

ভারতের মুম্বাইয়ের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভবনের উপরের তলায় বহু মানুষ আটকা পড়ার খবর জানা গেছে। তবে তাদের উদ্ধারে কাজ চলছে।

বুধবার (২২ আগস্ট) সকালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। প্রাথমিক কোনো ধরনের প্রাণহানির খবর জানা যায়নি।

অজনা রয়েছে অগ্নিকাণ্ডের কারণ।

অগ্নিকাণ্ডের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ক্রিস্টাল টাওয়ার নামে বহুতল ওই আবাসিক ভবন থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। মুম্বাইয়ের পারেলের হিন্দমাতা সিনেমা হলের পাশেই ভবনটি অবস্থিত।  

আটকাপড়া লোকজনকে উদ্ধারে ক্রেনের ব্যবহার করা হয়েছে। তবে কতো সংখ্যক মানুষ আটকা পড়েছেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।