ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

সৌদির বিরুদ্ধে কাতারিদের হজ পালনে বাধার অভিযোগ দোহার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
সৌদির বিরুদ্ধে কাতারিদের হজ পালনে বাধার অভিযোগ দোহার

ঢাকা: কাতারের নাগরিকদের হজ পালনে সৌদি আরব কর্তৃপক্ষ বাধা দিচ্ছে বলে অভিযোগ তুলেছে দোহা। তবে এ অভিযোগ উড়িয়ে দিয়ে রিয়াদ বলছে, কূটনৈতিক দ্বন্দ্ব চললেও কোনো কাতারিকে হজযাত্রায় বাধা দেওয়া হচ্ছে না।

কাতারের জাতীয় মানবাধিকার কমিটির একজন কর্মকর্তার বরাত দিয়ে শনিবার (১৮ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, এবার কোটার মাধ্যমে ১২০০ জনের মতো কাতারি হজ পালনের জন্য যোগ্যতা লাভ করেছেন।

কিন্তু কাতারের মানবাধিকার কমিটির মুখপাত্র আবদুল্লাহ আল-কাবি বলছেন, তার দেশের নাগরিকদের হজ পালনের জন্য সৌদির অনুমতি নেওয়া অসম্ভব হয়ে পড়েছে।  

কাতারের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশরের কূটনৈতিক ও বাণিজ্য অবরোধের অংশ হিসেবেই এই অবস্থা তৈরি করা হয়েছে।  

আল-কাবি বলেন, কাতার থেকে হজের অনুমতির জন্য ট্রাভেলে এজেন্সিদের ব্যবহার করা ইলেকট্রনিক প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে সৌদি আরব। ফলে এ বছর কাতারের নাগরিক ও বসবাসকারীদের হজ পালনের কোনো সুযোগ মিলছে না।  

তিনি সুস্পষ্ট অভিযোগ করে বলেন, কাতারে হজ নিবন্ধন এখনও বন্ধ রয়েছে। আবার কূটনৈতিক মিশন না থাকায় কাতারে বসবাসকারীদের ভিসা আবেদনও অনুমোদন হচ্ছে না।  

তবে সৌদি আরবের এক কর্মকর্তা বলেছেন, হজের সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকটি নিবন্ধন প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে কাতার।  

সৌদির হজ মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানান, হজের জন্য কয়েকটি কাতারি দল সৌদিতে আসার কথা।  

গত বছর ১ হাজার ৬২৪ জন কাতারি পবিত্র হজ পালন করেন। এ বছর ২০ আগস্ট পবিত্র হজ পালন হবে, ২১ আগস্ট উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
‌এএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।