ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইসরায়েলি বিমান হামলায় অন্তঃসত্ত্বাসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
ইসরায়েলি বিমান হামলায় অন্তঃসত্ত্বাসহ নিহত ৩ ইসরায়েলের বিমান হামলা।

ঢাকা: ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনের গাজা সীমান্তে এক অন্তঃসত্ত্বা, তার দেড় বছর বয়সী কন্যাসহ তিনজন প্রাণ হারিয়েছেন।

বুধবার (৮ আগস্ট) ইসরায়েলের বিমান হামলার পর এ তথ্য জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের হামলার আগে গাজার ভূখণ্ড থেকে রকেট হামলার অভিযোগ তোলে তেলআবিব।

ওই রকেট হামলায় বেশ কয়েকজন আহতও হয়েছেন বলে দাবি করে ইসরায়েলি কর্তৃপক্ষ।

জবাবে ইসরায়েলি সামরিক বাহিনীর পাল্টা হামলায় গাজার জাফরওয়ারিতে ২৩ বছর বয়সী অন্তঃসত্ত্বা এনাস খামমাস ও তার ১৮ মাস বয়সী মেয়ে নিহত হন। এনাস খামমাসের স্বামীও আহত হয়েছেন।

অপরদিকে রকেট হামলার পেছনে জড়িত হামাসের একজন সদস্যও নিহত হয়েছেন।  

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, গাজার ‘সন্ত্রাসীরা’ হামলা চালানোর পর ইসরায়েল বিমান হামলা চালায়।  তবে ইসরায়েল এ হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করেনি।

হামাসের সামরিক উইং বলছে, গত সপ্তাহে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় তাদের দুইজন সদস্য নিহত হয়। তার জবাবে তারা ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের জাতিসংঘ দূত নিকোলেয় ম্লাদিনোভ গাজায় ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
এএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।