ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

শিকাগোতে ১৪ ঘণ্টায় ৪৪ জন গুলিবিদ্ধ, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৮
শিকাগোতে ১৪ ঘণ্টায় ৪৪ জন গুলিবিদ্ধ, নিহত ৫ শিকাগোতে ১৪ ঘণ্টায় ৪৪ জন গুলিবিদ্ধ, নিহত ৫

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ১৪ ঘণ্টায় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ৪৪ জন। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, গুলিবিদ্ধদের মধ্যে পাঁচজন নিহত হয়েছেন।

রোববার (৫ আগস্ট) ১৪ ঘণ্টায় শিকাগো শহরে বিভিন্ন হামলার ভিত্তিতে এমন তথ্য প্রকাশ করেছে পুলিশ।  

পুলিশ বলছে, রাত দেড়টা থেকে মাত্র তিন ঘণ্টায় ৩০ জন গুলিবিদ্ধ হন।

এছাড়া ১০টি ঘটনায় প্রাণ হারান দুইজন।  

ব্যুরো অব পেট্রোল চিফ ফ্রেড ওয়ালের বলেন, শিকারো শহর একটি সহিংস রাতের অভিজ্ঞতা পেল। কোনো কোনো হামলা পূর্ব পরিকল্পিত। হামলার ঘটনাগুলো এ অঞ্চলে ‘গ্যাং’ সংঘাতের সঙ্গে জড়িত।

তিনি আরও বলেন, অন্তত একটি ঘটনায় হামলাকারীরা ভিড়ের মধ্যে অস্ত্র বের করে হামলা করে। ১১ বছরের বালক থেকে ৬২ বছরের বৃদ্ধ হামলার শিকার হয়েছে।

শহরটিতে রোববারের হামলার আগে শুক্রবার ছয়টি হামলা হয়। তবে সেসব হামলায় কেউ গুরুতর আহত হয়নি। এরপর শনিবার ১৫টি হামলা করা হয়। শনিবারের হামলায় গুরুতর আহত হন একজন।

পুলিশের পরিসংখ্যান বলছে, রোববার মধ্যরাত থেকে দুপুর ২টা পর্যন্ত হামলাগুলো করা হয়।

ওয়ালের বলেন, সাম্প্রতিক বছরগুলোতে শিকাগো শহরে হত্যা ও হামলা বেড়ে গেছে। ২০১৭ সালে হামলা নেমে আসে ৩০ শতাংশে ও হত্যা নেমে আসে ২৫ শতাংশে।  

চলতি বছরের জুনেও শহরটিতে বেশ কয়েকটি হামলা হয়। যাতে কয়েকজনের প্রাণহানি হয়। জুনের ২৫ তারিখে অন্তত ২১ জন গুলিবিদ্ধ হন এবং প্রাণহানি হয় দুইজনের।

বিশেষজ্ঞরা বলছেন, গ্রীষ্মের সময় অপরাধ প্রবণতা বেড়ে যায়।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ