ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

সিঙ্গাপুরে ১৫ লাখ লোকের তথ্য হ্যাক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
সিঙ্গাপুরে ১৫ লাখ লোকের তথ্য হ্যাক সিঙ্গাপুর, ছবি: সংগৃহীত

ঢাকা: সিঙ্গাপুরের সরকারি স্বাস্থ্য সংক্রান্ত ডাটাবেজ থেকে দেশটির ১৫ লাখ বা মোট জনগোষ্ঠীর এক চতুর্থাংশের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।

শুক্রবার (২০ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। হ্যাকারদের এই আক্রমণকে ‘উদ্দেশ্যপ্রণোদিত, সুনির্দিষ্ট এবং সুপরিকল্পিত’ বলে উল্লেখ করা হয়।

এতে জানানো হয়, হ্যাকারা রোগীদের নাম-ঠিকানা হাতিয়ে নিলেও মেডিকেল সংক্রান্ত কোনো রেকর্ড চুরি করতে পারেনি।

কিছু ক্ষেত্রে বিতরণ করা ওষুধের তথ্যও চুরি হয়েছে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, যেসব রোগীদের ওষুধের তথ্য চুরি হয়েছে, তাদের মধ্যে প্রায় ১ লাখ ৬০ হাজার জন হাসপাতাল থেকে পরামর্শ নেওয়া রোগী।

ডাটাবেজ থেকে তথ্য হাতিয়ে নিলেও কোনো কিছুই মুছে ফেলা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ