ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

রেস্ট হাউজে নেওয়া হতে পারে নওয়াজ-মরিয়মকে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
রেস্ট হাউজে নেওয়া হতে পারে নওয়াজ-মরিয়মকে নওয়াজ শরিফ-মরিয়ম (সংগৃহীত ছবি)

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজকে রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল থেকে ইসলামাবাদের শিহালা পুলিশ ট্রেনিং কলেজের রেস্ট হাউজে নেওয়া হতে পারে। 

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম এ সংবাদ প্রকাশ করেছে।  

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজকে শিহালার রেস্ট হাউজে নেওয়ার সব প্রস্তুতি শেষ হয়েছে।

 

এর আগে ইসলামাবাদের প্রধান কমিশনার রেস্ট হাউজকে সাবজেল বানানোর ঘোষণা দিয়েছিলেন।  

গত ৬ জুলাই দুর্নীতির দায়ে পাকিস্তানের এ সাবেক প্রধানমন্ত্রীকে ১০ বছরের কারাদণ্ড, তার মেয়ে মরিয়ম নওয়াজকে সাত বছরের কারাদণ্ড ও নওয়াজ শরিফের জামাই ক্যাপ্টেন মুহাম্মদ সাফদারকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি নওয়াজকে ৮০ লাখ ব্রিটিশ পাউন্ড ও মরিয়মকে ২০ লাখ ব্রিটিশ পাউন্ড জরিমানা করা হয়। তবে সাফদারকে কোনো অর্থ জরিমানা করা হয়নি। রায় ঘোষণার সময় তারা লন্ডনে অবস্থান করছিলেন।

শুক্রবার (১৩ জুলাই) লাহোরের বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের বিশেষ একটি বিমানে করে ইসলামাবাদে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের আদিয়ালা জেলে নেওয়া হয়।  

মঙ্গলবার (১৭ জুলাই) ইসলামাবাদের হাইকোর্ট শরিফ নওয়াজ, মরিয়ম নওয়াজ ও মুহাম্মদ সাফদারের জামিন আবেদন খারিজ করে দেন।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।