ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

হাইতির প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
হাইতির প্রধানমন্ত্রীর পদত্যাগ জ্যাক গাই লাফনট্যান্ট

হাইতির প্রধানমন্ত্রী জ্যাক গাই লাফনট্যান্ট পদত্যাগ করেছেন। দেশটিতে জ্বালানি তেলের দাম বাড়ার বিরুদ্ধে বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন তিনি।

রোববার (১৫ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এমনটা জানা গেছে। হাইতির কংগ্রেসের নিম্নকক্ষে এক বক্তব্যে হাইতি প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট জভেনেল ময়েসের কাছে তিনি পদত্যাগপত্র দিয়েছেন।

প্রেসিডেন্ট পদত্যাগপত্র গ্রহণও করেছেন।

দেশটিতে হাঙ্গামার সময়ে প্রধানমন্ত্রী গাই লাফনট্যান্টের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোটও আহ্বান করা হয়।

হাঙ্গামায় দোকান ও ভবনে অগ্নিকাণ্ড, লুটের ঘটনায় কমপক্ষে চারজনের প্রাণহানি হয়। দেশটির সরকার জ্বালানিতে ভর্তুকি তুলে দেওয়ার প্রস্তাব উত্থাপন করার পর থেকে বিক্ষোভ চলছে।   

সরকারের জ্বালানি তেলে ভর্তুকি তুলে দেওয়ার সিদ্ধান্তের কারণে পেট্রোলে ৩৮ শতাংশ, ডিজেলে ৪৭ শতাংশ ও কেরোসিনে ৫১ শতাংশ মূল্য বাড়তো।

বিক্ষোভে দেশটির রাজধানী পোর্ট-অ-প্রিন্স কার্যত অচল করে দেওয়া হয়। এছাড়া বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানে আক্রমণও করেন বিক্ষোভকারীরা।  

হাইতি সরকার নতুন এ সংস্কারের পরিকল্পনা তুলে নিয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে, হাইতি সরকার ইন্ট্যারন্যাশনাল মনিটরি ফান্ডের (আইএমএফ) সঙ্গে একটি চুক্তি করে।

চুক্তিতে আইএমএফ জ্বালানিতে ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ দেয়। তাদের মতে, এতে শিক্ষা, স্বাস্থ্যের উন্নতি হবে ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

এর আগে ২০১৫ সালে দেশটিতে জ্বালানি তেলের মূল্য কমিয়ে আনার জন্য প্রতিবাদ হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
এএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad