ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

পাকিস্তানে সমাবেশে আইএসের হামলা, নিহত বেড়ে ১২৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
পাকিস্তানে সমাবেশে আইএসের হামলা, নিহত বেড়ে ১২৮ ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানে নির্বাচনী সমাবেশে বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আর অন্তত ২শ’জন।

শুক্রবার (১৩ জুলাই) দেশটির বেলুচিস্তান প্রদেশে এ হামলার ঘটনা ঘটে।  

প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী আঘা ওমর বুঙ্গালজাই আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেছেন, আগামী ২৫ জুলাইয়ের নির্বাচনকে ঘিরে প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে মস্তং শহরে সমাবেশে বোমা বিস্ফোরণ হয়েছে।

এতে ১২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আর অন্তত ২শ’জন।

তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান আঘা ওমর বুঙ্গালজাই।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।