ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

চীনের শিল্প পার্কে বিস্ফোরণে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
চীনের শিল্প পার্কে বিস্ফোরণে নিহত ১৯ শিল্প পার্কে বিস্ফোরণের পর আগুন জ্বলছে (সংগৃহীত ছবি)

চীনের শিচুয়ান প্রদেশের একটি শিল্প পার্কে বিস্ফোরণে ১৯ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ১২ জন। 

জিয়ানগনের স্থানীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার (১২ জুলাই) সন্ধ্যায় ইয়িবিন হেংদা টেকনোলজি শিল্প পার্কে বিস্ফোরণের ঘটনা ঘটে।  

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার বরাত দিয়ে সংবাদ প্রকাশ করা হয়, আহতদের পরিস্থিতি খুব খারাপ নয়।

বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।  

খাদ্য ও ফার্মাসিটিক্যালস পণ্যের কেমিক্যাল উৎপাদক প্রতিষ্ঠানটি বিস্ফোরণের ঘটনায় কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যায়, প্রচুর ধোঁয়া উড়ছে। এছাড়া আগুনও দেখা যাচ্ছে।  

এর আগে ২০১৫ সালে চীনের উত্তরাঞ্চল তিয়ানজিনে একটি বিস্ফোরণের ঘটনায় ১৬৫ জন নিহত হয়। গত বছর পশ্চিমাঞ্চলের শানডং প্রদেশে একটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে বিস্ফোরণে আটজন নিহত হন।  

এসব ঘটনার পরে গত বছর থেকে চীন কয়লা খনি ও কেমিক্যাল প্ল্যান্টে নিরাপত্তা বৃদ্ধিতে কাজ করছে। তবে এর মধ্যেই এমন ঘটনা ঘটলো।  

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।