ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

অল্পের জন্য রক্ষা পেলেন জিম্বাবুয়ে প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
অল্পের জন্য রক্ষা পেলেন জিম্বাবুয়ে প্রেসিডেন্ট জিম্বাবুয়ে প্রেসিডেন্ট এমারসন ম্যানানগাগওয়া। ছবি: সংগৃহীত

ঢাকা: জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন ম্যানানগাগওয়া সমাবেশে ভাষণ দেওয়াকালে বোমা বিস্ফোরণ হয়েছে। এতে অল্পের জন্য বেঁচে গেলেন দেশটির তৃত্বীয়বারের মতো নির্বাচিত এ প্রেসিডেন্ট।

শনিবার (২৩ জুন) স্থানীয় সময় বিকেলে জিম্বাবুয়ের বুলায়েও শহরের জানু-পিএফ সমাবেশে এ ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে।

আগামী মাসে দেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ম্যানানগাগওয়া এ সমাবেশ ডেকেছিলেন।

পরে বোমা বিস্ফোরণ হলে তার কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে তিনি বেঁচে ফেরেন।

তবে এ বিস্ফোরণে তিনি আহত হয়েছেন কি না তা জানা যায়নি।

প্রেসিডেন্টের একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, তিনি নিরাপদে ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ