ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ গঠন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জুন ২১, ২০১৮
নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ গঠন সংগৃহীত ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ গঠন করা হয়েছে। দেশটির বিচার মন্ত্রণালয় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (২১ জুন) তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে দেশটির বিচার মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর বাসভবনে খাবার পরিবেশনে রাষ্ট্রীয় তহবিলের অর্থ অপব্যবহারের জন্য এ অভিযোগ গঠন করা হয়।

দেশটির বিচার মন্ত্রণালয় বিভিন্ন গণমাধ্যমকে জানায়, জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের জন্য তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।  

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী এ অভিযোগকে অযৌক্তিক ও ভিত্তিহীন বলেছেন। নেতানিয়াহুর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, সারার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগের কারণে তার স্বামী রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন।  

বেনজামিন নেতানিয়াহু চতুর্থবারের মতো দেশটির নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুন ২১, ২০১৮
এএইচ/আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।