ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

আবারও চীন সফরে কিম জং উন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫০ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
আবারও চীন সফরে কিম জং উন কিম জং উন

উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উন চীন সফর করবেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১৯ জুন) তিনি চীন সফরে যাবেন বলে জানা গেছে।

ট্রাম্পের সঙ্গে উনের বৈঠকের পর দেশের বাইরে এটি তার প্রথম সফর।

 

বিশ্লেষকরা বলছেন, এ সফরে উন সিঙ্গাপুর বৈঠকের বিভিন্ন বিষয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে জানাতে পারেন।  

ক্ষমতা গ্রহণের প্রথম ছয় বছর কোনো দেশ সফর করেননি উন। এরপর চীন সফর দিয়ে বিদেশ সফর শুরু হয় উনের।  

এবছর তৃতীয়বারের মতো দু্ইদিনের সফরে চীনে যাবেন উত্তর কোরিয়ার প্রধান এ নেতা। এর আগে চলতি বছরের মার্চ ও মে মাসে চীন সফর করেন উন।  

কিমের সঙ্গে এ সফরে কারা যাচ্ছেন তা এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ