ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

পারভেজের শর্তসাপেক্ষে নির্বাচনী অনুমতি প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
পারভেজের শর্তসাপেক্ষে নির্বাচনী অনুমতি প্রত্যাহার পারভেজ মোশাররফ। ছবি: সংগৃহীত

ঢাকা: পারভেজ মোশাররফের নির্বাচনে অংশগ্রহণের জন্য দেওয়া শর্তসাপেক্ষ অনুমতি প্রত্যাহার করেছেন পাকিস্তান সুপ্রিম কোর্ট। সাবেক এই সামরিক শাসক আদালতে অনুপস্থিত থাকায় এ আদেশ দেন কোর্ট।

গত সপ্তাহে সুপ্রিম কোর্ট পারভেজ মোশাররফকে শর্তসাপেক্ষে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিয়েছিলেন। শর্তপূরণের জন্য ১৩ জুন আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেন আদালত।

এর আগে উত্তরের জেলা চিত্রলে এই সামরিক শাসকের নির্বাচনী মনোনয়ন বাতিল করা হয়।

পারভেজ মোশাররফ আদালতে উপস্থিত হতে না পারায় তাকে ‘কাপুরুষ’ হিসেবেও আখ্যা দেন প্রধান বিচারপতি সাদিক নিসার।

আদালতের শুনানিতে মোশাররফের আইন পরামর্শক কামাল আফজাল বলেন, মোশাররফ আদালতে উপস্থিত হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। কিন্তু তার পক্ষে খুব দ্রুত চলে আসা সম্ভব ছিল না।

আফজাল আরও বলেন, ঈদের ছুটি এবং শারীরিক অসুস্থতার কারণে মোশাররফ উপস্থিত হতে পারেন নি।

পরে প্রধান বিচারপতি অনির্দিষ্টকালের জন্য শুনানি স্থগিত করেন।

এছাড়াও তিনি বলেন, আবেদনকারী প্রস্তুত হলে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। এসময় পারভেজ মোশাররফের শর্তযুক্ত নির্বাচনের আদেশ প্রত্যাহার করে নেন প্রধান বিচারপতি।

২০১৬ সালের মার্চ থেকে পারভেজ মোশাররফ দুবাইয়ে আছেন। এই সময়ে অনেক মামলার জন্য তাকে ডাকাও হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।