ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

সিঙ্গাপুরে পৌঁছেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, জুন ১০, ২০১৮
সিঙ্গাপুরে পৌঁছেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ঢাকা: উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সঙ্গে বৈঠকে যোগ দিতে সিঙ্গাপুরে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে তাকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরের পায়া লেবার ঘাঁটিতে অবতরণ করে। 

এর আগে সিঙ্গাপুরে পৌঁছান উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উন। ব্যক্তিগত কার্গো প্লেনে করে সিঙ্গাপুর সিটিতে যান তিনি।

 

হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, সিঙ্গাপুরের লি সুয়েন লু'র সঙ্গে সোমবার (১১ জুন) বৈঠক করবেন ট্রাম্প। সিঙ্গাপুরের সাংগ্রিলা হোটেলে ওঠেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জুন ১০, ২০১৮
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।