ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

স্পেনের মন্ত্রিসভায় নারীদের জয়জয়কার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জুন ৭, ২০১৮
স্পেনের মন্ত্রিসভায় নারীদের জয়জয়কার ছবি: সংগৃহীত

ঢাকা: স্পেনের নেতৃত্বে এগিয়ে গেছেন নারীরা। দেশটির নতুন সমাজতান্ত্রিক সরকার গঠনে মন্ত্রীত্বে অনেক বেশি আসন পেয়ে রেকর্ড গড়েছেন তারা।

দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তার এই মন্ত্রিসভায় ১৭টি আসনের মধ্যে ১১ জন নারীকে মনোনয়ন দিয়েছেন। যা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় নারী মন্ত্রীর সংখ্যা অনেক বেশি।

এ নতুন মন্ত্রিসভার প্রতিরক্ষা, অর্থ, বাণিজ্য, স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দফতরে মন্ত্রীত্বের দায়িত্ব পেয়েছেন নারীরা।

এদিকে, পেদ্রো সানচেজের এ মন্ত্রিসভাকে ‘নারীবাদী মন্ত্রিসভা’ বলা হচ্ছে বলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে। নতুন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ‘নারীবাদী’ হিসেবে পরিচিত বলেও উল্লেখ রয়েছে।

টেলিভিশনে সম্প্রচারিত বিবৃতিতে প্রধানমন্ত্রী সানচেজ বলেন, আধুনিক ও ইউরোপের অনুকূলদের দিয়ে এই মন্ত্রিসভা গঠন করা হয়েছে। যারা প্রগতিশীল সমাজের জন্য একই রকম কল্পনা করেন।

তিনি এও বলেন, ইউরোপ আমাদের নতুন জন্মভূমি। তাই এ মন্ত্রিসভার মাধ্যমে স্পেনের পরিবর্তন দেখতে পেয়েছি।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুন ০৭, ২০১৭
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।