ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

শিলংয়ে সহিংসতা নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, জুন ৪, ২০১৮
শিলংয়ে সহিংসতা নিয়ন্ত্রণে সেনা মোতায়েন ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের উত্তরপূর্বাঞ্চলের মেঘালয়ের রাজধানী শিলংয়ে এক বাস সহকারীকে মারধর নিয়ে কয়েকদিনের চলমান সহিংসতা বেড়ে যাওয়ায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, টানা কয়েকদিনের উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে সোমবার (০৪ জুন) কেন্দ্র থেকে সেনাবাহিনী মাঠে নামতে নির্দেশনা দেওয়া হয়। সেইসঙ্গে এক হাজার আধা সামরিক বাহিনীর সদস্যও মোতায়েন করা হয়েছে।

এর আগে চারদিন ধরে এ উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারফিউ জারি করেছিল স্থানীয় প্রশাসন। কিন্তু বিক্ষোভকারীদের রাস্তা থেকে নামাতে ব্যর্থ হয় তারা। তবে কারফিউ অব্যাহতই ছিল।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুন ০৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।