ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মার্কিন রণতরীর টহল, উত্তেজনা চীন সাগরে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, মে ২৭, ২০১৮
মার্কিন রণতরীর টহল, উত্তেজনা চীন সাগরে যুদ্ধ জাহাজ। ফাইল ফটো

ঢাকা: হঠাৎ মার্কিন নৌবাহিনীর দু’টি যুদ্ধ জাহাজের মহড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে দক্ষিণ চীন সাগরে।

প্যারাশেল দ্বীপপুঞ্জের চারটি দ্বীপ- ট্রি, লিঙ্কন, ট্রাইটন ও উডি এলাকায় মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘হিগিন্স’ ও গাইডেড-মিসাইল ক্রুজার ‘অ্যান্টিয়েটাম’-কে রোববার (২৭ মে) ঘোরাঘুরি করতে দেখা গেছে বলে দাবি করছে বেইজিং। ওই রণতরী দু’টি প্যারাশেল দ্বীপপুঞ্জের ১২ নটিক্যাল মাইলের মধ্যে চলে এসেছিল।

মার্কিন রণতরীর এই টহলে উদ্বিগ্ন হয়ে পড়েছে চীন।

বেইজিংয়ের এই উত্তাপ অনুভব করার কারণ হিসেবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, কিছু দিন আগে বিভিন্ন দেশের নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় চীনকে আমন্ত্রণ জানায়নি আমেরিকা যা চীন-মার্কিন শীতল সম্পর্কের আভাস।

তবে এই টহল নিয়ে যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, এটা রুটিন নজরদারি। এলাকাটা বিতর্কিত (চীনের দাবি অনুযায়ী তাদের এলাকা নয়) বোঝাতেই এই নজরদারি।

বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, মে ২৮, ২০১৮
ইইউডি/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।