ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

মালয়েশীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, মে ১৭, ২০১৮
মালয়েশীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত স্ত্রী মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ, ইনসেটে তার স্ত্রী ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়ছেন তার স্ত্রী ডা. সিথি হাসমা। সম্প্রতি দেশটির সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৯২ বছর বয়সী মাহাথির।

বৃহস্পতিবার (১৭ মে) মালয়েশিয়ার সংবাদপত্র দ্য স্টার অনলাইনের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

সিথি হাসমা বলেন, আমি মাহাথিরের স্বাস্থ্যের ব্যাপারে খুবই উদ্বিগ্ন।

কারণ তার রাতে ঘুম হয় না। ঘুমানোর সময় তিনি সরকারি নথিপত্র নিয়ে বসেন। এক রাতে ভোর ৪টা থেকে ৫টা পর্যন্ত নথি নিয়ে বসেন তিনি। এর মধ্যে আবার সকাল ৭টায় অফিসে চলে গিয়েছিলেন।

‘৯২ বছর বয়সী ডা. মাহাথির কঠোর পরিশ্রম করেন। এই বয়সে এতো পরিশ্রমও খুবই চিন্তিত করছে আমায়। ’

মুসলিম উম্মাহের কাছে দোয়া চেয়ে মাহাথিরপত্নী বলেন, আমি তাকে নিয়ে খুব চিন্তিত। আমি আশা করি, রমজানে মাসে তার জন্য আপনারা দোয়া  করবেন।  

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, মে ১৭, ২০১৮
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।