ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনে ওআইসির নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, মে ১৪, ২০১৮
জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনে ওআইসির নিন্দা

জেরুজালেমে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস উদ্বোধনের আগে বিক্ষোভের সময় হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি)। 

 

এ ধরনের ঘটনা সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইন ও বিধি লঙ্ঘন বলেও মনে করেছে সংস্থাটি।  

মার্কিন দূতাবাস স্থানান্তর, গুলিতে ৪১ ফিলিস্তিনি নিহত

সোমবার (১৪ মে) ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিল থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র প্রশাসন সোমবার জেরুজালেমে তাদের দূতাবাস খুলেছে। এই ঘটনা সুস্পষ্টভাবে আন্তর্জাতিক বিধি ও আইনের লঙ্ঘন। মার্কিন প্রশাসনের এই বেআইনি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় ওআইসি।

যুক্তরাষ্ট্রের এই পদেক্ষেপ ফিলিস্তিনি জনগণের  জাতীয় অধিকারের ওপর আঘাত। এটা জাতিসংঘ  ও আন্তর্জাতিক সংস্থা যারা শান্তি ও নিরাপত্তার জন্য কাজ করছে। তাদের প্রতিও অবজ্ঞার সামিল।

বিবৃতিতে আরও বলা হয়,  মার্কিন যুক্তরাষ্ট্র যখন এই পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়। তখন শান্তিও নিরাপত্তার বিষয়ে বিবেচনা করে ২০১৭ সালের ১৩ ডিসেম্বর ওআইসির বিশেষ সম্মেলনে ও ২০১৭ সালের ২১ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করে।

ফিলিস্তিন সংকট সমাধানে দু’রাষ্ট্রীয় সমাধান নীতি ও আল কুদুস আল শরীফে দেশটির রাজধানী স্থাপনে গুরুত্ব দিয়ে আসছে ওআইসি।

বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, মে ১৫, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ