ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

বিক্ষোভের মুখে আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
বিক্ষোভের মুখে আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ বিক্ষোভকারীরা।

সরকারবিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী সার্জ সার্গসিয়ান।

সোমবার ((২৩ এপ্রিল) শতশত সেনা সদস্য বিক্ষোভকারীদের পক্ষ নিলে কয়েকদিন ধরে চলতে থাকা বিক্ষোভ নতুন মাত্রা পায়। এরপরই পদত্যাগের ঘোষণা দেন তিনি।

আর্ন্তজাতিক গণমাধ্যমগুলো দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ খবর জানায়।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ১৭ এপ্রিল থেকে বিক্ষোভ শুরু হয়। কয়েক দশকের মধ্যে দেশটিতে এটিই সবচেয়ে বড় রাজনৈতিক সংকট। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী হয়ে সার্গসিয়ান নিজের ক্ষমতা কুক্ষিগত করেছেন। দুর্নীতি, কর্তৃত্ববাদী একব্যক্তির শাসন থেকে দেশকে বাঁচাতে তারা সার্গসিয়ানের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন।

বিক্ষোভের মধ্যে এক বিবৃতিতে সার্গসিয়ান বলেন, আমার প্রধানমন্ত্রীত্বের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ হচ্ছে। আমি তাদের দাবি পূরণ করছি।

তিনি আরও বলেন, দেশের নেতা হিসেবে শেষবারের মতো আমি আর্মেনিয়া রিপাবলিকানের সব নাগরিককে সম্ভাষণ জানাচ্ছি।

প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার আগে ৬৩ বছর বয়সী সার্গসিয়ান এক দশক ধরে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এরপর সব ধরনের রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী হন তিনি।

বাংলাদেশ সময়: ০৬১৭ ঘণ্টা,এপ্রিল ২৪, ২০১৮
আরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।