ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

‘সোয়াজিল্যান্ড’ মুছে বিশ্বে এখন পরিচিত হবে ‘ইসোয়াতিনি’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
‘সোয়াজিল্যান্ড’ মুছে বিশ্বে এখন পরিচিত হবে ‘ইসোয়াতিনি’ রাজা মাসাওয়াতি ও বিশ্ব মানচিত্রে দেশটির নতুন নাম

ঢাকা: সোয়াজিল্যান্ড নামটি আর বিশ্ব মানচিত্রে থাকছে না। আফ্রিকার এ ছোট দেশটি এখন থেকে বিশ্বাবাসীর কাছে পরিচিত হবে ‘ইসোয়াটিনি’ নামে। ৫০তম স্বাধীনতা দিবসে এ নাম ঘোষণা করেন দেশটির রাজা তৃতীয় মাসাওয়াতি। 

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে মাসাওয়াতি বলেন, বহু আফ্রিকান স্বাধীন দেশ তাদের প্রাচীন, ঔপনিবেশিক নাম পরিবর্তন করেছে। আজ থেকে আমরা আর সোয়াজিল্যান্ড বলবো না।

রাজ্য পরিচিত হবে এর ঐতিহাসিক নাম ইসোয়াতিনি নামে।

রাজধানী এমবাবানে থেকে ৪০ কিলোমিটার দূরে একটি জনবহুল স্টেডিয়ামে এ ঘোষণা দেন তিনি।

রাজা আগেও নামটি পার্লামেন্ট অধিবেশন শুরুসহ বিভিন্ন জায়গায় ব্যবহার করেছেন। পরিবর্তিত নাম নিয়ে দেশটিতে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন, এটা ছাড়াও দেশে দারিদ্র্য ও স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। কেউ টুইট করেছেন, সোয়াজিল্যান্ড হোক কিংবা ইসোয়াতিনি, আমরা এখনও ক্ষুধার্ত।

ইসোয়াতিনি অর্থ সোয়াজির ভূমি। আফ্রিকার এই দেশটি ১৯৬৮ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। দেশটি কমনওয়েলথের সদস্য।

বাংলাদেশ সময়: ০৪৪৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।