ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

শি জিনপিং দ্বিতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
শি জিনপিং দ্বিতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফাইল ছবি

চীনের জাতীয় গণ কংগ্রেস (এনপিসি) আগামী ৫ বছরের জন্য দ্বিতীয়বারের মতো শি জিনপিংকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। পাশাপাশি  শি জিনপিংয়ের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত ওয়াং কিশানকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে।

শনিবার ( ১৭ মার্চ) চীনের জাতীয় গণ কংগ্রেসের পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনে এই ভোটাভুটি হয়।

এক ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে প্রেসিডেন্ট পদে আসীন হতে পারবেন মর্মে সংবিধানে যে ধারাটি ছিল, তার বাধ্যবাধকতা তুলে নিয়ে গত সপ্তাহে শি জিনপিংয়ের আজীবন প্রেসিডেন্ট থাকার পাকাপোক্ত ব্যবস্থা করে চীনের গণ কংগ্রেস।

এরই এক সপ্তাহের যেতে না যেতেই শনিবার শি জিনপিংকে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত করা হলো।

সংবাদ মাধ্যমগুলো জানায়, গণ কংগ্রেসের ৩ হাজার সদস্যের মধ্যে উপস্থিত ২৯৭০ জনের একজনও শি জিনপিংয়ের বিরুদ্ধে ভোট দেননি। তবে ভাইস প্রেসিডেন্ট পদে ভোটাভুটির সময় উপস্থিত ২৯৭০ জন সদস্যের মধ্যে মাত্র ১ জন সদস্য ওয়াংয়ের বিরুদ্ধে ভোট দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৩ সালে শি জিনপিং প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট হন। প্রয়াত নেতা মাও সে তুংয়ের পর ৬৪ বছর বয়সী শি জিনপিংকেই চীনের সবচেয়ে ক্ষমতাধর নেতা হিসেবে গণ্য করা হচ্ছে।

বাংলাদেশ সময়:১২১২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad