ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কেরালায় পোতাশ্রয়ে জাহাজে বিস্ফোরণ, নিহত ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
কেরালায় পোতাশ্রয়ে জাহাজে বিস্ফোরণ, নিহত ৫ কোচিনের পোতাশ্রয়। ছবি-সংগৃহীত

দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের কোচিনের একটি পোতাশ্রয়ে  জাহাজে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৩জন।

বন্দর কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, মঙ্গলবার সকালে এই বিস্ফোরণ ঘটে। তেলবাহী জাহাজটি মেরামতের জন্য সেখানে নোঙ্গর করা ছিল।

বন্দর কর্মকর্তা আশরাফ পাদান্না জানিয়েছেন, এই ৫জনের প্রাণহানি ছাড়া বাকি সবাই অক্ষত রয়েছে। এ মুহূর্তে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে।

তবে পুলিশ দাবি করেছে, দুর্ঘটনায় অন্তত তিনজন অগ্নিদগ্ধ হয়েছে। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। যে পাঁচজন মারা গেছে তারা বিস্ফোরণজনিত বিষাক্ত ধোঁয়ায় আক্রান্ত হয়েছিল।

জাহাজটির মালিক ভারতের সর্ববৃহৎ তেল-গ্যাস অনুসন্ধানকারী কোম্পানি ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি)।

সরকারি মালিকানাধীন এই পোতাশ্রয়টিতে বিশালাকায় সমুদ্রগামী জাহাজ মেরামত করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad