ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

থাই মার্কেটে বোমা বিস্ফোরণ, নিহত ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
থাই মার্কেটে বোমা বিস্ফোরণ, নিহত ৩ বোমা বিস্ফোরণের পর নিহতদের সরিয়ে নেওয়ার দৃশ্য। ছবি-সংগৃহীত

থাইল্যান্ডের একটি মার্কেটে পেতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও  ১৮জন আহত হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) সকালে ইয়েলা প্রদেশের একটি মার্কেটে মোটর সাইকেলে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।

সরকারি নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানান, মার্কেটে রাখা মোটর সাইকেলটিতে অপরাধীরা আগে থেকেই বোমা লুকিয়ে রাখে।

সেটির বিস্ফোরণ হলে তিনজন প্রাণ হারায়।

উল্লেখ্য, থাইল্যান্ডের দক্ষিণে মুসলিম অধ্যুষিত প্রদেশ নারাথিওয়াত, পাত্তানি ও ইয়েলাতে স্বায়ত্তশাসনের জন্য মালয় মুসলিমরা দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে। ২০০৪সাল থেকে এ পর্যন্ত ৬ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

এখনো পর্যন্ত কোনো দল বা গোষ্ঠি এ হামলার দায় স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮

এমএসএ/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।