ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

তুরস্কে দুমড়ে-মুচড়ে গেলো বাস, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
তুরস্কে দুমড়ে-মুচড়ে গেলো বাস, নিহত ১১ দুমড়ে-মুচড়ে যাওয়া বাস

তুরস্কের মধ্যাঞ্চলে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনা কবলে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪৪ জন।

শনিবার (২০ জানুয়ারি) দেশটির এসকিশেহির প্রদেশের সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের কয়েকটি গাছের সঙ্গে ধাক্কা খেলে এ হতাহতের ঘটনা ঘটে। তীব্র গতিতে আঘাতের কারণে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, বাসটিতে কয়েকটি পরিবার ছিল। তারা উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বার্সার উলুদাগ স্কি রিসোর্টে অবকাশযাপনে যাচ্ছিল।

প্রাদেশিক গভর্নর ওজদেমির কাকাকাক জানান, আহতদের স্থানীয় তিনটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চালক ও তার সহকারীকে আহতাবস্থায় পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

আবহাওয়া ও রাস্তা ভালো হওয়া সত্ত্বেও এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
এমএসএ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।