ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ফ্লোরিডা উপকূলে যাত্রীবাহী নৌকায় আগুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
ফ্লোরিডা উপকূলে যাত্রীবাহী নৌকায় আগুন ফ্লোরিডা উপকূলে আগুনে পুড়ছে যাত্রীবাহী নৌকা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে একটি যাত্রীবাহী নৌকায় আগুন লেগে অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

স্থানীয় সময় রোববার (১৪ জানুয়ারি) বিকেলে অঙ্গরাজ্যটির টাম্পার শহরের উত্তরে নিউ পোর্ট রিচির কাছে এ ঘটনা ঘটে।  

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, নৌকাটিতে ৫০ জন যাত্রী ছিলেন।

আগুন লাগার পর ধোঁয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন। অগ্নিকাণ্ডের নৌকাটি প্রায় আধ মাইল দূরে ছিল।  

ফায়ার সার্ভিসের ডেপুটি চিফ অ্যান্ড্রু ফোসা বলেন, ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

কর্মকর্তারা জানান, নৌকার ক্যাপ্টেনের বিচক্ষণতায় যাত্রীদের সবার জীবন রক্ষা হয়। তিনি আগুনের শিখা দেখা মাত্রই নৌকাটি তীরের দিকে ঘুরিয়ে দেন। দ্রুত তীরের কাছাকাছি আসায় প্রত্যক্ষদর্শীরা যাত্রীদের উদ্ধার করে।  

স্থানীয় পুলিশের কর্মকর্তা জেসন জিমারমেন বলেন, ঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছাতে না পারলে পরিস্থিত খুবই গুরুতর হতে পারতো।  

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বাংলাদেশ সময় ১৯৫০ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এমএসএ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।