ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

গুজরাটের রাসায়নিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
গুজরাটের রাসায়নিক কারখানার আগুন নিয়ন্ত্রণে রাসায়নিক কারখানায় আগুন লাগার পরের দৃশ্য

ঢাকা: ভারতের গুজরাট রাজ্যের ভরোদরায় রাসায়নিক কারখানায় মঙ্গলবার সন্ধ্যায় লাগা আগুন এখন নিয়ন্ত্রণে। দমকল বাহিনীর তিনটি ইউনিট দ্রুত ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

 আগুন লাগার পর বিশাল ধোঁয়ার কুণ্ডলিতে পুরো আকাশ ছেয়ে যায়।

খবর পেয়েই দমকল বাহিনীর অন্তত তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে নেমে পড়ার আগে ফ্যাক্টরির কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যেতে থাকেন।

এখনো পর্যন্ত কারো আহত বা নিহত হবার খবর মেলেনি। কারখানার ভেতরে কারো আটকা পড়ারও কোনো খবর পাওয়া যায়নি।  

কারখানাটির নাম ক্যামকন কেমিক্যাল ফ্যাক্টরি। কারখানাটি ভরোদরার মঞ্জুসারে অবস্থিত। আগুন অল্পক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসায় প্রাণহানি এবং সম্ভাব্য ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঠেকানো গেছে।

উল্লেখ্য, বহু বছর আগে ভারতের ভূপালে আমেরিকান কোম্পানি ইউনিয়ন কার্বাইডের কেমিক্যাল কারখানায় দুর্ঘটনা ঘটার পর বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে  বহু লোক মারা যায়। বহু লোক পঙ্গু হয়ে যায়। পরিবেশ বিপর্যয়ের কারণে এখনও সেখানে পঙ্গু ও বিকলাঙ্গ শিশু জন্ম নেয়ার ঘটনা ঘটছে।   
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮/আপডেট ২০২০ ঘণ্টা
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।