ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

সিরিয়ায় বোমা হামলায় নিহত ২৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
সিরিয়ায় বোমা হামলায় নিহত ২৩ বোমা বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহর ইদলিবে বোমা বিস্ফোরণে প্রায় ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কিছু লোক।

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় শহরের ‘আজনাদ আল-কাবকাজ’ নামে একটি বিদ্রোহী পক্ষের সদরদফতরে এই হামলা চালানো হয়। ওই বিদ্রোহীরাও প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনে লড়াই চালিয়ে আসছে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা (এসওওএইচআর) বলেছে, আজনাদ আল-কাবকাজের সদরদফতরে হামলায় নিহতদের মধ্যে সাতজন বেসামরিক নাগরিক ছিলেন।

ওই বিদ্রোহীদের লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে কি-না সে ব্যাপারে কিছু নিশ্চিত হওয়া যায়নি। তবে এর আগে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর ঘাঁটিতে হামলা চালানোর অভিযোগ রয়েছে বাশার আল-আসাদের অনুগত সামরিক বাহিনী ও তাদের মিত্র রাশিয়ার বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad