ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

ইরাকে তুর্কি বিমান হামলায় কিশোরী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, জুন ২০, ২০১০


সুলাইমানিয়াহ্, ইরাক: উত্তর ইরাকের কুর্দি অধ্যুষিত এলাকায় তরস্কের বিমান হামলায় এক কিশোরী নিহত হয়েছে। গত সপ্তাহে শুরু হওয়া এ বোমা হামলায় এই প্রথম কোনো বেসামরিক মৃত্যুর ঘটনা ঘটলো।



সোরান সীমান্তবর্তী শহরের মেয়র কারমাঙ্গ ইজ্জাত আজ রোববার বলেন, এর আগের রাতের এক হামলায় ওই কিশোরীর মা ও তিন বছর বয়সী ভাই আহত হয়েছিল। আর সকাল সাড়ে আটটায় শুরু হওয়া অপর  হামলায় কিশোরী মারা যায়। এসময় ইরবিল প্রদেশের সাতটি গ্রামে তুর্কী জঙ্গি বিমান থেকে অনবরত ভারি গোলাবর্ষণ করা হয়।

সাম্প্রতিক এ লড়াইয়ে কুর্দি বিদ্রোহীরা এ পর্যন্ত ১২ জন তুর্কি সেনাকে হত্যা করেছে বলে জানিয়েছে তুরস্ক।

উল্লেখ্য, স্বায়ত্বশাসিত এ পাহাড়ি এলাকায় তুরস্কের সন্দেভাজন কুর্দি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে প্রায় সময়ই তুর্কি যুদ্ধবিমান হামলা চালায়। তবে এ এলাকাগুলিতে অনেক কম সংখ্যক মানুষ বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে বাস করে এবং তুর্কি জঙ্গিবিমানের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার পর অনেকেই গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘন্টা, জুন ২০, ২০১০
এনজে/ডিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।