ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

ইয়েমেনে হামলায় নিহত ৩৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
ইয়েমেনে হামলায় নিহত ৩৯

ঢাকা: সৌদি আরব নেতৃত্বাধীন জোটের জঙ্গি বিমান হামলার ঘটনায় হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনের রাজধানী সানায় ৩৯ জনের প্রাণহানি ঘটেছে। একই ঘটনায় আহত হয়েছে আরও ৯০ জনের বেশি। 

বুধবার (১৩ ডিসেম্বর) ওই এলাকার একটি ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, হঠাৎ করে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহের হত্যাকাণ্ডের পর করে পশ্চিমা নিয়ন্ত্রিত জোট ইরান অভিযান চালায়।

আর এরপরই এ বিমান হামলা চালানো হয়েছে।  

ওই ক্যাম্পের একজন কর্মকর্তা জানান, সানাযর পূর্বাঞ্চলে অবস্থিত জঙ্গি বিমানটি ক্যাম্পে আঘাত হানে। সেখানে ১৮০ জন কয়েদী আটক ছিল।  

‘উদ্ধার অভিযানে ধ্বংসস্তূপ থেকে ৩৫ টি মৃতদেহ উদ্ধার করা হয়। বাকিগুলো শনাক্ত করা যায়নি। ’

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।