মঙ্গলবার (২৮ নভেম্বর) থেকে শুরু হওয়া ‘বৈশ্বিক উদ্যোক্তা সম্মেলন’ (জিইএস-২০১৭) এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই হায়দ্রাবাদ এসেছেন ট্রাম্প কন্যা।
সোমবার (২৭ নভেম্বর) দিনগত রাত ৩টায় হায়দ্রাবাদ অবতরণ করে ইভাঙ্কাকে বহনকারী ফ্লাইট।
মার্কিন প্রেসিডেন্টের কন্যা ও উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্পের এটিই সবচেয়ে বড় সফর।
তিন দিনব্যাপী (২৮-৩০ নভেম্বর) এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপোজিশন ও হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। এতে ব্যবসায় নারীদের গুরুত্ব ও ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখেন ইভাঙ্কা। বক্তব্যে মোদির প্রশংসা করে ইভাঙ্কা তাকে ‘গণতন্ত্রের প্রতীক’ ও ভারতের আশার আলো বলে উল্লেখ করেন। এছাড়া ভারত ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও বলেন।
প্রধানমন্ত্রী মোদি ছাড়াও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইভাঙ্কা। এ সময় তারা নারীর ক্ষমতায়ন ও নারী উদ্যোক্তা বিষয়ে আলোচনা করেন।
এর আগে হোয়াইট হাউজ সফরকালে ইভাঙ্কাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এনএইচটি/জেডএস