ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

ইরাক-ইরান সীমান্তে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৬৫, আহত ৫০০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
ইরাক-ইরান সীমান্তে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৬৫, আহত ৫০০ ছবি: সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদে রোববার (১২ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় ৭ দশমিক ৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত এনেছে। ভূমিকম্পে ইরাকের উত্তরাঞ্চলের বড় অংশ ধসে গেছে। এছাড়া ইরান সীমান্তজুড়ে আটটি গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে।

এ ঘটনায় ইরান সীমান্তে অন্তত ৬১ জন ও ইরাকে চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৫০০ জন।

এদের মধ্যে ইরানে ৩০০ জন, সুলাইমানিয়াহতে ৫০ জন ও খানাকিন শহরে ১৫০ জন। ইতোমধ্যে তাদের জরুরি চিকিৎসা সেবা দেওয়া শুরু হয়েছে।

ছবি: সংগৃহীতইরাকি আবহাওয়া অফিসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইরান সীমান্তের খুব কাছে আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে সুলাইমানিয়াহ প্রদেশের পেনজিনে ছিলো এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।

এর আগে ২০০৩ সালে ৬ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিলো ইরানে। সেসময় ২৬ হাজার মানুষ নিহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ০৫১৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
বিএসকে

** ইরাক-ইরান সীমান্তে ভয়াবহ ভূমিকম্প, নিহত ৬৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।