ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

কমছেই না দূষণ, রাস্তায় ফের চালু হচ্ছে জোড় ও বিজোড়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
কমছেই না দূষণ, রাস্তায় ফের চালু হচ্ছে জোড় ও বিজোড় দিল্লিতে দূষণ অপরিবর্তিত

ভারতের রাজধানী দিল্লিতে ফের জোড় ও বিজোড় নম্বরের প্রাইভেট গাড়ি পৃথক দিনে চলার নিয়ম করা হচ্ছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার (০৯ নভেম্বর) এক সংবাদসম্মেলনে এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, শহরে সৃষ্ট দূষণ মোকাবেলায় পুনরায় এই পদ্ধতিতে ফিরে যেতে হচ্ছে।

যা কাল, পরশু (শুক্র বা শনিবার) থেকেই চালু হবে।

তৃতীয়বারের মতো জোড়-বিজোড় নীতির ট্রাফিক ব্যবস্থা চালু হচ্ছে রাজধানীতে। নম্বর প্লেটের শেষ নম্বর জোড় ও বিজোড়ের ভিত্তিতে নির্দিষ্ট দিনে গাড়ি চলাচল করবে।

সংবাদসম্মেলনে পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এদিকে পরিবেশমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, ধোঁয়াশার কারণে নাগরিকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকার যাবতীয় পদক্ষেপ নিয়েছে।  

তবে সবাইকে বাড়ির ভেতরেই থাকার পরামর্শ দিয়েছেন তিনি। আহ্বান জানিয়েছেন, শিশুদের বিশেষ যত্ন নিতে।  

শুক্রবার দুপুরের পর বাতাসের পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।  

ঘন ধোঁয়াশায় এখনও ঢেকে রয়েছে দিল্লির রাস্তাঘাট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বায়ু দূষণের যে মাত্রাকে গ্রহণযোগ্য নিরাপদ সীমা বলে মনে করে, দিল্লির অনেক এলাকায় বায়ু দূষণ এখন তার ৩০ গুণ বেশি!
শহরে জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।

মঙ্গলবার দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এক টুইট বার্তায় বলেন, দিল্লিতে বাতাসের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকায় শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। এ অবস্থায় আমরা শহরের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। ঘোষণা অনুযায়ী, আপাতত আগামী রোববার পর্যন্ত বন্ধ থাকবে দিল্লির সব স্কুল। দিল্লিতে সরকারি, বেসরকারি মিলিয়ে মোট ছয় হাজার স্কুল রয়েছে। স্কুলগুলোতে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ৫০ লাখের মতো।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।