ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

রোববার জাপানে আঘাত হানবে টাইফুন ‘লান’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
রোববার জাপানে আঘাত হানবে টাইফুন ‘লান’ উপগ্রহ চিত্রে টাইফুন ‘লান’

ঘণ্টায় ১১৫ মাইল বেগে বাতাসের সঙ্গে রোববার (২২ অক্টোবর) জাপান উপকূলে আঘাত হানবে টাইফুন ‘নাল’। যার প্রভাব থাকবে সপ্তাহজুড়ে।

জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে, টাইফুনটি রোববার রাজধানী টোকিওর দক্ষিণে আঘাত হানবে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হবে।

যৌথ টাইফুন সর্তকীকরণ কেন্দ্র জানিয়েছে, সর্বোচ্চ ১৩৮ মাইল বেগে আঘাতের পর সামুদ্রিক ঝড় ‘লান’ পূর্বদিকে সরে দুর্বল হয়ে পড়বে।  

এদিকে উপগ্রহ চিত্রে নাসা জানিয়েছে, টাইফুনটির চোখ অন্তত ৫০ নটিক্যাল মাইল, যাকে ঘিরে রয়েছে অসংখ্য শক্তিশালী বজ্রপাত।

রোববার জাপানে জাতীয় নির্বাচনের তারিখ থাকায় ঝড়ের কেন্দ্রস্থলে থাকা ওকিনাওয়ার কিছু দুর্গম এলাকায় ভোটগ্রহণ এগিয়ে শনিবার করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।