ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইতালিতে নারীকে গণধর্ষণ থেকে বাঁচালেন অভিবাসী বাংলাদেশি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
ইতালিতে নারীকে গণধর্ষণ থেকে বাঁচালেন অভিবাসী বাংলাদেশি হোসেন আলমগীর ও গাইয়া গোয়ার্নোত্তা

ইতালিতে অভিবাসী বাংলাদেশি হোসেন আলমগীর (৫৮) গণধর্ষণের হাত থেকে সেদেশের এক নারীকে উদ্ধার করেছেন।

২০০৫ সাল থেকে দেশটিতে বাস করা হোসেন একজন ফুল বিক্রেতা। তিনি গোলাপের ব্যবসার সঙ্গে জড়িত।

স্থানীয় সময় গত বুধবার (১৮ অক্টোবর) ফ্লোরেন্স শহরে রাতে এই ধর্ষণ চেষ্টার ঘটনাটি ঘটে। অন্তত ২৫ জন মাতাল ব্যক্তি মিলে এক নারীকে তুলে নিয়ে যেতে চায়।
 
পেশায় আলোকচিত্রী ওই তরুণীর নাম গাইয়া গোয়ার্নোত্তা; বয়স ২৫। তিনি ফেসবুকে লিখেছেন, রাতে হাঁটা তার পছন্দ। আনুমানিক সাড়ে ১১টার দিকে হাঁটছিলেন। এমন সময় একদল ব্যক্তি এসে ঘিরে ফেলে। তারা প্রস্তাব দেয় রাত্রিযাপনের। তাদের এই কুপ্রস্তাব ফিরিয়ে দেওয়ায় শুরু হয় জোর। পালাবার চেষ্টা করেও লাভ হয়নি। উল্টো অস্ত্রের মুখে জিম্মি হতে হয়। এমন সময়ই হোসেন চলে আসেন। তিনি উদ্ধার করেন। সেইসঙ্গে দুষ্কৃতকারীদের দূরে সরিয়ে দেন।

বর্ণনায় তিনি হোসেন আলমগীরকে একজন বীর হিসেবে উল্লেখ করেন।

ওই তরুণী বলেছেন, ধন্যবাদ, যাদের জন্য এই পৃথিবী এখনও এতো সুন্দর। যারা মানুষের উপকারে এগিয়ে আসেন কোনো রকম প্রাপ্তির আশা ছাড়াই। আমি কখনও তাকে ভুলতে পারবো না, কৃতজ্ঞতা তার প্রতি।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।