ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মেয়ে, জামাতাসহ নওয়াজের বিরুদ্ধে অভিযোগ গঠন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
মেয়ে, জামাতাসহ নওয়াজের বিরুদ্ধে অভিযোগ গঠন আদালত থেকে বেরিয়ে কথা বলছেন মরিয়ম নেওয়াজ

পানামা পেপার্স দুর্নীতির দায় নিয়ে পদত্যাগ করা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে লন্ডনের এভেনফিল্ড সম্পত্তি অর্জনের দায়ে অভিযুক্ত করা হয়েছে। একসঙ্গে তার মেয়ে মরিয়ম নেওয়াজ ও জামাতা ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ সাফদারকেও অভিযুক্ত করা হয়।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তারা আত্মপক্ষ সমর্থনে ইসলামাবাদের আদালতে যান। দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) এভেনফিল্ড সম্পত্তির ব্যাপারে নওয়াজ পরিবারকে তলব করেছিল।

শুনানি শেষে অভিযোগ পুরোপুরি প্রমাণিত হলে জেলে যেতে হবে তাদের।

এর আগে গত আগস্টে আল-আজিজিয়া স্টিল মিলস মামলায় নওয়াজ ও তার দুই ছেলে হাসান, হোসেনকে তলব করা হয়েছিল। তবে তারা কেউই হাজির হননি। যদিও এদিনও নওয়াজ উপস্থিত হননি। তিনি যুক্তরাজ্যে রয়েছেন।

আদালতে তার মেয়ে মরিয়ম অভিযুক্ত নন বলে জানান। সংবাদমাধ্যমে কথাও বলেন তিনি।

তিনি বলেছেন, অবিচার এবং নিষ্ঠুরতা একসঙ্গে চলতে পারে না।

ইতোর্পূবে মরিয়ম নওয়াজ জানিয়েছিলেন, তিনি লন্ডনের এভেনফিল্ড সম্পত্তির একজন ট্রাস্টি৷ সেই সম্পত্তির মালিক তিনি নন।

তাদের আইনজীবী বলেছেন, তারা অভিযুক্ত নন। অভিযোগগুলো ভিত্তিহীন। প্রতিবেদন তৈরি করা হয়েছে তা অসম্পূর্ণ এবং বিতর্কিত। সাজা দেওয়া হলে তা হবে উপহাস।

অভিযোগের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৬ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।