ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ভারতে ঘরের ভেতরে জ্যেষ্ঠ সাংবাদিক ও মায়ের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
ভারতে ঘরের ভেতরে জ্যেষ্ঠ সাংবাদিক ও মায়ের মরদেহ

ভারতের পাঞ্জাবের মোহালিতে নিজ ঘরের ভেতরে এক জ্যেষ্ঠ সাংবাদিক ও তার ৯২ বছর বয়সী মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তাদের হত্যা করা হয়েছে।

নিহত সাংবাদিকের নাম কে জে সিং, তার মায়ের নাম গুরচরণ কৌর। ৬০ বছর বয়সী সিং দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সাবেক নিউজ এডিটর ছিলেন।

এছাড়া তিনি বিভিন্ন জনপ্রিয় সংবাদমাধ্যমে কাজ করেছেন।

মোহালি পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট আলম বিজয় জানিয়েছেন, মরদেহের ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ তদন্ত শুরু করেছে।

এর আগে চলতি মাসের শুরুতে নিজ বাসভবনের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন ভারতের মুক্তচিন্তার সাংবাদিক ও ‘লঙ্কেশ পত্রিকা’র সম্পাদক গৌরী লঙ্কেশ (৫৫)। ওই ঘটনায় ভারতজুড়ে তীব্র প্রতিবাদের ঝড় উঠে।  

এছাড়া গত ২১ সেপ্টেম্বর প্রকাশ্যে রাস্তায় কুপিয়ে খুন করা হয় আগরতলার ত্রিপুরা রাজ্যের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক শান্তনু ভৌমিককে। এ নিয়েও দেশটিতে প্রতিবাদের ঝড় বইছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।