ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ট্রাম্পকে ‘নয়া খচ্চর’ বললেন ইরানের প্রেসিডেন্ট রুহানি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
ট্রাম্পকে ‘নয়া খচ্চর’ বললেন ইরানের প্রেসিডেন্ট রুহানি ট্রাম্পকে ‘নয়া খচ্চর’ বললেন ইরানের প্রেসিডেন্ট রুহানি

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে নিয়ে সমালোচনার কড়া জবাব দিলেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ট্রাম্প জাতিসংঘের ভাষণে ইরান এবং দেশটির সঙ্গে ২০১৫ সালের করা পারমাণাবিক চুক্তির সমালোচনা করেন।

সেদিন ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের করা পারমাণবিক চুক্তির জন্য তিনি বিব্রত।

ইরানে সেসময় ছিল দুর্বৃত্তের শাসন, দুর্নীতিগ্রস্ত একনায়কত্ব। যার অর্থনীতি ছিল খুব ভঙ্গুর।  

রুহানি এর পাল্টা জবাবে ট্রাম্পের উদ্দেশে বলেন, ‘বিশ্ব রাজনীতিতে এক নয়া খচ্চর এসেছে। ’

বিবিসি এক প্রতিবেদনে জানায়, রুহানি ট্রাম্পের এই ধরনের বক্তব্য অজ্ঞতাপূর্ণ, অদ্ভুত এবং ঘৃণাত্মক বলে জানিয়েছেন।  

রুহানি বলেন, ট্রাম্পের বক্তব্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে অশ্রাব্য। ইরান কারো ধমকে ভীত নয়।

বারাক ওবামা তার মেয়াদের শেষের দিকে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করেন। রুহানি বলেন, ট্রাম্প যদি চুক্তিটি বাতিল করে তবে এটা খুবই দুঃখজনক হবে।

বাংলাদেশ সময়: ০৫১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
ইইউডি/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।