ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

আসামে নৌকা ডুবে নিহত ১০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
আসামে নৌকা ডুবে নিহত ১০ নৌকা ডুবে গেলে অভিযান শুরু হয়

ভারতের উত্তর-পূর্বাঞ্চলী রাজ্য আসামে ছোট তিনটি নৌকা ডুবির ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। আসামের রাজধানী দিসপুর থেকে প্রায় ১৯০ কিলোমিটার পশ্চিমে গোয়ালপাড়া জেলায় এই নৌকা ডুবির ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, জেলার সাবন নদী থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে আটজনই শিশু।

স্থানীয়রা জানান, তারা নৌকা প্রতিযোগিতা দেখে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে নৌকা তিনটি ডুবে যায়।

এদিকে আবহাওয়া বিভাগের কর্মকর্তারা জানান, রোববার আসামের বিভিন্ন স্থানে প্রচণ্ড ঝড় আঘাত হানে।

উল্লেখ্য, গত সপ্তাহে উত্তর প্রদেশে এক নৌকা ডুবির ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।