ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

জাপানে টাইফুন ‘তালিম’র আঘাতে ব্যাপক বৃষ্টিপাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
জাপানে টাইফুন ‘তালিম’র আঘাতে ব্যাপক বৃষ্টিপাত

জাপানের দক্ষিণাঞ্চলে তাণ্ডব চালাচ্ছে টাইফুন ‘তালিম’। ঝড়ের প্রভাবে বাতাসের সঙ্গে ব্যাপক বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাতিল করা হয়েছে বহু অভ্যন্তরীণ ফ্লাইট ও ট্রেন সার্ভিস।

রোববার (১৭ সেপ্টেম্বর) জাপানের দক্ষিণ-উত্তরাঞ্চলীয় কাইশুতে আঘাত হানে ‘তালিম’। এসময় বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ১৬২ কিলোমিটার।

তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র বাতাসের কারণে এরইমধ্যে প্রায় সাড়ে ৬শ’ অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।

এদিকে দেশটির আবহাওয়া অধিদফতর টাইফুনের প্রভাবে উপকূলীয় এলাকায় উঁচু জলোচ্ছ্বাস, ভূমিধস ও বন্যার পূর্বাভাস দিয়েছে। এর প্রভাবে রাজধানী টোকিওতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে।

এর আগে টাইফুনটি চীনের ওকিনাওয়ান দ্বীপে তাণ্ডব চালায়। ২৪ ঘণ্টার বৃষ্টিপাত ৫০ বছরের রেকর্ড ছাড়িয়ে যায়।

গত বছরের সেপ্টেম্বরে টাইফুন ‘লায়নরক’র আঘাতে জাপানে অন্তত ২২ জনের প্রাণহানি হয়। আর গত মাসে ‘নরু’র আঘাতে মারা যায় দু’জন, আহত হয় অর্ধশতাধিক।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।